Logo

ক্যাম্পাস    >>   নার্সিং শিক্ষায় পিএইচডি চালুর প্রস্তাব কোইকার, বিবেচনা করছে ইউজিসি

নার্সিং শিক্ষায় পিএইচডি চালুর প্রস্তাব কোইকার, বিবেচনা করছে ইউজিসি

নার্সিং শিক্ষায় পিএইচডি চালুর প্রস্তাব কোইকার, বিবেচনা করছে ইউজিসি

বাংলাদেশে নার্সিং শিক্ষায় উচ্চতর গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে পিএইচডি চালুর প্রস্তাব দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, কোইকার প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

ইউজিসির সঙ্গে কোইকার প্রতিনিধিদলের বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে নার্সিং খাতে উচ্চতর দক্ষতা ও গবেষণার অভাব রয়েছে। তিনি বলেন, গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে নার্সিং খাতে উন্নয়নের জন্য পিএইচডি চালু করা প্রয়োজন।

কোইকার প্রতিনিধি অধ্যাপক থেহুয়াহ লি এ বৈঠকে নার্সিং শিক্ষা ও গবেষণার ওপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন এবং পিএইচডি ডিগ্রি চালুর জন্য জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান (নিয়ানা) প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, নার্সিং শিক্ষকদের পিএইচডি ডিগ্রি প্রদানের মাধ্যমে এই খাতের শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত হবে এবং একটি কার্যকরী নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে।

ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান মন্তব্য করেন, পিএইচডি ডিগ্রি চালুর আগে জাতীয় স্বার্থ ও গুণগত মান নিশ্চিত করা উচিত। তিনি নার্সিং শিক্ষায় উচ্চতর গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, যুগ্ম সচিব মুহম্মদ নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert